
বিশেষ প্রতিনিধি
খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী এস এম ফজলুল হক এবং খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সি এম আনোয়ার হোসেনের হাতে ফুল দিয়ে ৫০ জন আওয়ামীলীগ এর নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বিএনপি নেতা কর্মীদের মনে প্রশ্ন তাহলে কি বিএনপি নেতা ফজলু টাকা পয়সার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে মিলাচ্ছেন বিএনপিতে কি নেতাকর্মীদের অভাব। এবং এখানে যাদেরকে দেখা যাচ্ছে তারা বিগত স্বৈরাচার সরকারের খুব কাছের চারজন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলামের সক্রিয় নেতা ছিল। এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের জামায়াতের নেতা কর্মী বলে বিএনপিতে জায়গা দেওয়া এ ধরনের বাটপারি কোথা থেকে আসলো সৈকতের প্রশ্ন এবং বিএনপি নেতা কর্মীদের প্রশ্ন?
তাদের ছত্রছায়ায় খিলক্ষেতে আওয়ামীলীগ এর নেতা কর্মীরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়।দেখার কি কেউ নাই?
প্রশ্ন ছাএ জনতার ও দুর্দিনের বিএনপির নেতা কর্মীদের।
এ নিয়ে ক্ষোভ জনমনে।
বিএনপিতে কি নেতা কর্মীর এতই সংকট? দল ভারী করার জন্য আওয়ামীলীগ নেতা কর্মীদের বিএনপি তে যোগদান করাতে হবে?কিসের বিনিময়ে?কত টাকার
বিনিময়ে?
এত বড় আস্পর্ধা কি করে হয়? দল কি তাদের অনুমতি দিয়েছে? এসব কথা বলেন বিএনপির নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা সৈকত
জবাব দিতে হবে আওয়ামী সেল্টারদাতা দের।
জনগন জবাব চায়।

বিগত স্বৈরাচার সরকারের আমলে এরা বৈষম্য ছাত্র আন্দোলন অনেক ছাত্রের উপর হামলা করেছে রাজপথে।

Leave a Reply