1. online@mssuchanatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@mssuchanatv.com : admin :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

আন্দোলনে অচল সড়ক, ভোগান্তিতে নগরবাসী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক দাবি-দাওয়া ও আন্দোলনের মুখে পড়েছেন। একাধিকবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, সচিবালয়, শাহবাগ, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।

ভোগান্তি নিরসনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হলেও আন্দোলনকারীরা তা মানছে না। নিষিদ্ধ স্থানেই বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, কতটা সফলতার মুখ দেখছে ডিএমপির দেওয়া গণবিজ্ঞপ্তি।বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত সপ্তাহে নগর ভবন, কাকরাইল মসজিদের সামনে ও মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণবিজ্ঞপ্তি দিয়েই দায়সারা পুলিশের, আন্দোলনে নগরবাসীর ভোগান্তিরাজধানীতে প্রায়ই সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে লোকজনকে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফাইল ছবি: জাগো নিউজ

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগ মোড় এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost