
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজসহ আরও কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে।’
প্রচারিত ভিডিওটিতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে আসিফ নজরুলকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। ব্যক্তিগতভাবে আমি মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না।’
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আ.লীগ নিষিদ্ধ করে ভুল করেছি শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া, প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আ.লীগ নিষিদ্ধের আগের সময়ের।
এ বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম ‘আরটিভি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন আসিফ নজরুল’ শীর্ষক শিরোনামে ২০২৪ সালের ২৮ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। খানিকটা ভিন্ন কোণে ধারণকৃত ওই ভিডিওটিতে আসিফ নজরুলকে আলোচিত বক্তব্যটি দিতে দেখা যায়।
তবে, আসিফ নজরুলের উক্ত বক্তব্যে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আসিফ নজরুল না শীর্ষক বাক্যে আসিফ নজরুলের বলা পুরো কথার পরিবর্তে একটা নির্দিষ্ট অংশ প্রচার করা হতে দেখা যায়। আসিফ নজরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। যদি না শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে এটি করা যেতে পারে। সাধারণ নিয়ম হিসেবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে।
Leave a Reply