
মুন্সীগঞ্জের
শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে অবৈধ চায়না দুয়াইর ও ভেষাল জাল উচ্ছেদে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিন উদ্দিন এর দিকনির্দেশনায় ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আজিজুল ইসলাম এবং থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী ।
অভিযান চলাকালে ১৪টি চায়না দুয়াইর জাল ও ২টি ভেষাল জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা জনাব আজিজুল ইসলাম জানান, “এই অবৈধ জালগুলোর কারণে আড়িয়াল বিলে স্বাভাবিকভাবে মাছ ঢুকতে বাধাগ্রস্ত হয়। এগুলো এমন স্থানে বসানো থাকে, যেখান দিয়ে বিলের পানির প্রবেশ পথ থাকে। ফলে বিলের মাছের প্রজনন ও সংরক্ষণ হুমকির মুখে পড়ে।”
তিনি আরও বলেন, আড়িয়াল বিলের মৎস্য ভাণ্ডার রক্ষা ও মাছের প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।#
২৪-০৫-২০২৫
Leave a Reply