
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমির মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ওয়াসিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী। বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আব্দুল ছালাম। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কর্মপরিষদ সদস্য মোঃ মহিউদ্দিন মুরাদী, রশুনিয়া ইউনিয়ন জামায়েত ইসলামী আমির আব্দুল আলী প্রমুখ।
সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন বিগত দিনে পুলিশ সাংবাদিকদের সঙ্গে সংগঠনের সম্পর্ক তুলে ধরে আলোচনা করা হয়।
তারা বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা তাদের কলম ধরেছিল অনেকেই জীবন দিয়েছে। অনেকে কারাবরণ করেছিল। তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই।
বক্তারা আরো বলেন, আপনাদের লেখনির মাধ্যমে আমাদের কর্মকান্ড তুলে ধরবেন।
মাহে রমজান সংযমের মাস। এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে৷ মুসলিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply