
রিপোর্টার মোঃ তাইজুল ইসলাম সাগর
আজ বুধবার (৫ মার্চ) নেত্রকোনা জেলা শহরের হোসেনপুরস্থ আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরে আটককৃত অনিককে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।
অনিকের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে। তার পিতার নাম সুনীল সাহা। বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে মহানবী (সঃ) কে নিয়ে অবমাননাকর কটুক্তি করে। এরই প্রতিবাদে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ২৪ ঘন্টার মধ্যে তাকে আটক করার আল্টিমেটাম দেয়। বিষয়টি আমলে নিয়ে পুলিশ অনিককে আটক করে
Leave a Reply