
লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি মো. মিনহাজকে সভাপতি ও রায়হান উদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্যের কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা ছাত্রদল।শনিবার (২৪ মে) সকালে এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল করিম। সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিন, সাজ্জাদুল ইসলাম শামীম, রায়হান ও তাহসীন।
তাদের দাবি, মিনহাজ ও মুন্না আগে ছাত্রলীগ করতেন এবং বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন। তাদের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এমনকি মিনহাজ বিবাহিত বলেও অভিযোগ উঠেছে।বক্তারা বলেন, ছাত্রলীগ নেতাদের ছাত্রদলে এনে দলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা বিএনপির জন্যও অশনি সংকেত। ৭২ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানান তারা।
এদিকে বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন নতুন নেতাদের ফুল দিয়ে বরণ করেছেন। সেই ছবিও ফেসবুকে ভাইরাল। সাবেক ছাত্রলীগ নেতা জোবাইর লিখেছেন, ‘অভিনন্দন, আমার তৈরি কর্মী এখন ছাত্রদলের সভাপতি।’
তবে নাজমুল আমিন বলেন, ‘ওরা ছাত্রদলের সক্রিয় কর্মী। নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নেয়।’
Leave a Reply